ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

প্রকাশিত: ১৭:৫৬, ১৮ জানুয়ারি ২০২৩

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। 

বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায় রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদী দুটি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেন নি।

ঘুমধুম ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. ভুট্টো জানান, সকালে নোম্যান্সল্যান্ড এলাকা থেকে গোলাগুলির আওয়াজ শোনা গেছে। তবে হতাহতের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানান, নোম্যান্সল্যান্ড এলাকায় আরএসও ও আরসার মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হন বলে খবর শুনেছি।

 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×