ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইজতেমা শেষে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী

প্রকাশিত: ২১:৫৭, ১৫ জানুয়ারি ২০২৩

ইজতেমা শেষে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাড়ি ফেরার পথে ছাদ থেকে পড়ে হাবিবু 

টঙ্গীর বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত শেষে ট্রেনে করে বাড়ি ফেরার পথে ছাদ থেকে পড়ে হাবিবুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রবিবার (১৫ জানুয়ারি) ঢাকা-সিলেট রেল লাইনের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বৈরাগীরচর গ্রামের হাশিমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর ইজতেমা থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনে অতিরিক্ত মুসল্লী থাকায় হাবিবুল ট্রেনের ছাদে উঠেন। ট্রেনটি মাজুখান এলাকা অতিক্রম করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×