ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গফরগাঁওয়ে দুই স্ত্রীর ‘যন্ত্রণায়’ গলায় ফাঁসি নিলেন যুবক

প্রকাশিত: ১৭:২৬, ১৪ জানুয়ারি ২০২৩

গফরগাঁওয়ে দুই স্ত্রীর ‘যন্ত্রণায়’ গলায় ফাঁসি নিলেন যুবক

আত্মহত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাসেল মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি ২৩) দুপুর ১২টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ছিপান গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাসেল মিয়া ওই এলাকার মালেক মিয়ার ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, নিহত রাসেল দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রী কিছুটা মানসিক রোগী। এজন্য তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। দুদিন আগে রাসেল শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি আসেন। বাড়িতে আসার পর প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাসেল তার ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন।

পরদিন সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার নিচ দিয়ে তার ঝুলন্ত পা দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 রাসেল মিয়ার পরিবারের বরাত দিয়ে ওসি ফারুক আহমেদ বলেন, রাসেল দুই বিয়ে করেছেন। এসব নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। যে কারণে রাসেল দ্বিতীয় স্ত্রীর বাড়িতে থাকতেন। তারপরও তাদের মধ্যে ঝগড়া হতো। এসব কারণে রাসেল আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা তার পরিবারের লোকজনের।

 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×