ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

ইজতেমা মাঠে দুই মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ১৯:৪৭, ১২ জানুয়ারি ২০২৩

ইজতেমা মাঠে দুই মুসল্লির মৃত্যু

ইজতেমার মাঠ। 

গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থিত বিশ্ব ইজতেমার মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত দুই ব্যক্তির মধ্যে একজন বার্ধক্যজনিত রোগী ও অন্যজন অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

মৃতরা হলেন, গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং  সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর।

তিনি জানান, বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন তাবলিগ জামায়াতের গাজীপুর মারকাজের শূরা সদস্য তৈয়ব। তিনি সকাল ১০টার দিকে মারা যান। আর নুরুল হক ভুগছিলেন অ্যাজমা রোগে। পরে সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান। দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×