ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নরসিংদী কোর্ট প্রাঙ্গণ থেকে পালিয়েছে জাল টাকা মামলার আসামি

স্টাফ রিপোর্টার, নরসিংদী 

প্রকাশিত: ১৮:০১, ৫ জানুয়ারি ২০২৩

নরসিংদী কোর্ট প্রাঙ্গণ থেকে পালিয়েছে জাল টাকা মামলার আসামি

মানচিত্র

নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছে নজরুল ইসলাম নামে জাল টাকা মামলার এক আসামি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে যুগ্ম জেলা জজ ১ম আদালতের সামনে এই পলায়নের ঘটনা ঘটে। 

পালিয়ে যাওয়া আসামি নজরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া থানার চরবাঘুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও নরসিংদীর মনোহরদী থানার জাল নোট মামলার চার্জশিটভুক্ত ৫ নং আসামি।

পুলিশ জানায়, ২০০৯ সালের মনোহরদী থানার জাল নোট মামলার আসামি নজরুল ইসলাম জামিনে বের হয়ে ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার চার্জশীটভুক্ত আসামি নজরুল বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। 

এ সময় আদালতের  বিচারক নাহিদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কাঠগড়া থেকে নেমে দায়িত্বে নিয়োজিত থাকা এক পুলিশ সদস্যকে কৌশলে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসামি নজরুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×