ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

প্রকাশিত: ১৯:৫৪, ৪ জানুয়ারি ২০২৩

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ গুলিবিদ্ধ

উখিয়া 

উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া ওয়ান ডাব্লিউ ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

রোহিঙ্গারা জানায়, গুলিবিদ্ধ হেড মাঝি জাফর আলম (৩০) ও তার ভাই ছৈয়দ আলম (২৫) একটি চা দোকানে বসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছিলেন। এসময় আরসা সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে তাদের। আহত অবস্থায় তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ ঘটনার বিষয়ে নিচ্ছিত করে বলেন, ‘ঘটনাস্থালে পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

সূত্র জানায়, ইদানিং রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা ক্যাম্পের মাঝিকে টার্গেট করে গুলি করে হত্যা করছে। যেহেতু, তারা প্রত্যবাসনের পক্ষে কথা বলছে এবং সরকরি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা দিয়ে যাচ্ছে এটাই  তাদের দোষ। ক্যাম্পে টান টান উত্তেজনা বিরাজ করছে।  
 

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×