ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ২১:৩২, ৩ জানুয়ারি ২০২৩

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক, আহত ৪

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (২২) এক যুবক নিহত এবং তিন নারীসহ ৪ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নুরুল্লাপুর জামে মসজিদ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন- বেদেনা বেগম (৫০),আফরোজা (৩০), শ্রী দেবাশীষ (৫২)। তবে তহমিনা (৪০) নামের এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। 

জানা যায়, সড়কের নুরুল্লাপুর জামে মসজিদ নামকস্থানে বিপরীত দিক থেকে আসা আখ বোঝাই সুগার মিলের ট্রাক্টর ও যাত্রীবাহী চার্জার চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। লালপুর থেকে যাত্রী নিয়ে ঈশ্বরদী যাওয়ার পথে ট্রাক্টর ও অটোর মুখামুখি সংঘর্ষে ওই যুবক নিহত হন এবং  চারজন আহত হন। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×