ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল মেয়ে, অভিমানে বাবার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৮:৩৮, ৩ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৮:৩৮, ৩ জানুয়ারি ২০২৩

প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল মেয়ে, অভিমানে বাবার আত্মহত্যা

প্রতীকী ছবি

অতি আদরের কলেজ পড়ুয়া মেয়ে তার প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এতে অভিমান করে আত্মহত্যা করেছে ওই ছাত্রীর বাবা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বাকাল গ্রামের ঠাকুর দাস রায়ের ছেলে তিন সন্তানের জনক রতন রায় (৫২)। তার মেয়ে আগৈলঝাড়া সদরের সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। 

প্রেমের টানে প্রেমিকার হাত ধরে প্রত্যাশা রায় অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এতে অভিমান করে তার (প্রত্যাশা) বাবা ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে স্থানীয়রা রতন রায়কে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।


 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×