ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুলিশের ভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় ৪ জন আহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২০:১৯, ২ জানুয়ারি ২০২৩

পুলিশের ভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় ৪ জন আহত

উল্টে যাওয়া পুলিশের পিকআপ। ছবি : জনকন্ঠ 

হবিগঞ্জ জেলার মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশের পিকআপ উল্টে ৪জন আহত হয়েছেন। 

সোমবার (২ জানুয়ারি) উপজেলার বেজুড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, পিকআপচালক আবুল হোসেন, দেহরক্ষী টিটু বর্মণ, কনস্টেবল সুজন দাশ ও মাসুম আহমেদ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সকাল ১০টার দিকে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী সরকারি কাজে হবিগঞ্জ যাওয়ার জন্য রওয়ানা দেন। পথে ঢাকামুখী একটি মাইক্রোবাস পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপটি মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় পুলিশের চারজন আহত হন।

মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির সামনে এসে ধাক্কা দেয়। আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি। কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছেন।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×