ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কলাপাড়ায় রাখাইন শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:২৪, ২ জানুয়ারি ২০২৩

কলাপাড়ায় রাখাইন শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

বাইসাইকেল উপহার পেল শিক্ষার্থীরা। ছবি: জনকণ্ঠ

পটুয়াখালীর কলাপাড়ায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ১২০ শিক্ষার্থীকে উপবৃত্তির নগদ অর্থ, ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়া দরিদ্র ৪০ পরিবারকে তাঁত বুনন যন্ত্র দেয়া হয়েছে। 

সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান। তিনি রাখাইন শিক্ষার্থীসহ এ সম্প্রদায়ের দরিদ্র পরিবারকে এসব উপকরণ বিতরণ করেন।

কলাপাড়ার ইউএনও শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় রাখাইনদের এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ওসি  জসীম, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী-বরগুনা জেলার সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগের ধর্মবিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

জানা গেছে, প্রাথমিক স্তরের ৮০ জন রাখাইন শিক্ষার্থী বছরে পাচ্ছে ২৪ শ’ টাকা, মাধ্যমিক স্তরের ৪০ শিক্ষার্থী পাচ্ছে বছরে ছয় হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিশেষ শিক্ষার্থী পাবে বছওে নয় হাজার ছয় শ’ টাকা। এছাড়া ৪০ পরিবারের জন্য চীনের তৈরি মূল্যবান অটো তাঁত বুনন যন্ত্র পেয়েছেন।

 

 এসআর

সম্পর্কিত বিষয়:

×