ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বন্দীর মৃত্যু

প্রকাশিত: ১৯:০৫, ১ জানুয়ারি ২০২৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বন্দীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মফিজ ওরফে বাবু (৬২) নামে এক বন্দী মারা গেছেন। রবিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, দেওয়ানি মামলার আসামি মফিজ। তার বাবার নাম আব্দুল কাদের। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

 

এমএইচ

×