ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাটহাজারীতে বিরল প্রজাতি বন বিড়াল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ২১:১৩, ২৮ ডিসেম্বর ২০২২

হাটহাজারীতে বিরল প্রজাতি বন বিড়াল উদ্ধার

উদ্ধার হওয়া বন বিড়াল। ছবি-জনকন্ঠ।

চট্টগ্রামের হাটহাজারীতে বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার রাতে উপজেলার মাদ্রাসা ইউনিয়নের আকবরীয়া স্কুল এলাকা থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদেরের নেতৃত্বে এই বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও ডাবলু এসআরটিবিডি সহযোগিতায় সারে ৩ ফুট দৈর্ঘ্যের ও সারে ৩ কেজি ওজনের বনবিড়ালটি উদ্ধার করা হয়।  বুধবার সকালে বন বিভাগের আওতায়ধীন এলাকায় অবমুক্ত করা হয়।

এসময় অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মো. শাহজালাল মিয়া, এফজি মিলন মণ্ডলসহ ডাবলু এসআরটিবিডির সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×