ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চুনারুঘাটে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২০:৫৯, ২৮ ডিসেম্বর ২০২২

চুনারুঘাটে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার

গ্রেনেড উদ্ধার

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পুকুরপাড় থেকে একটি গ্রেনেড উদ্ধার হয়েছে।  মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট হবিগঞ্জে গিয়ে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটিয়েছে।  

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পাঁচগাতিয়া গ্রামের মাওলানা সুরত আলীর পুকুর পাড়ে একটি শিশু খেলা করছিল। এ সময় পুকুরের পাড় ধসে গেলে শিশুটি জং ধরা একটি গ্রেনেড দেখতে পায়। রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদারসহ পুলিশ সদস্যরা গিয়ে গ্রেনেডটি থানায় নিয়ে আসেন।

এসআই অজিত কুমার তালুকদার বলেন, ধারণা করা হচ্ছে এ গ্রেনেডটি পাকিস্তান আমলের। মাটির নিচে চাপা পড়েছিল, মাটি ধসে যাওয়ার কারণে বের হয়ে এসেছে।
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×