ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

সংবাদদাতা,ধামরাই, ঢাকা  

প্রকাশিত: ১৯:২২, ২৮ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৯:২৪, ২৮ ডিসেম্বর ২০২২

হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

উচ্ছেদ অভিযান

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে পাশে অবৈধভাবে গড়ে উঠা বাঁশের দোকানপাট উচ্ছেদ করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।

বুধবার(২৮ ডিসেম্বর) দুপুরের দিকে এ উচ্ছেদ অভিযান করেন মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন,মহাসড়কের পাশে অবৈধ ভাবে দোকান বসিয়ে যানবাহন,সাধারণ পথচারী ও যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটানোয় কারণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দুর্ঘটনা রোধে হাইওয়ে থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×