ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

টঙ্গীতে লাইনচ্যুতির ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর

প্রকাশিত: ২১:০০, ২২ ডিসেম্বর ২০২২

টঙ্গীতে লাইনচ্যুতির ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

টঙ্গী রেল ব্রীজ

গাজীপুরের টঙ্গী তুরাগ নদীতে রেল ব্রীজের উপর মালবাহী একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা সকল ট্রেন চলাচল ৫ ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা ৭ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

বৃহস্পতিবার দুপুরের পর ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ চট্টগ্রাম লাইনে এই দুর্ঘটনা ঘটে।
 
এতে কয়েকটি ট্রেন সিডিউল বিপর্যয়ে ঘটে। বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর সাজোয়া যান, ট্যাঙ্কার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজসহ প্রদর্শনীর ডামি চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। 

টঙ্গী রেলস্টেশন মাস্টার রাকিবুর রহমান জনকণ্ঠকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন দুপুরের পর তুরাগ নদীর ওপর টঙ্গী রেল ব্রীজ পাড় হওয়ার সময় পেছনের একটি বগির ছয়টি চাকা রেল ব্রীজের ওপর লাইনচ্যুত হয়। 

লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ও বগিগুলো কেটে টঙ্গী রেল স্টেশনে নিয়ে আসা হয়। লাইনচ্যুত বগিগুলো সরানোর পর সন্ধ্যা ৭ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×