ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ধামরাইয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সংবাদদাতা,ধামরাই,ঢাকা 

প্রকাশিত: ১৯:৩১, ২২ ডিসেম্বর ২০২২

ধামরাইয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে হাত-পা শিকলে বাঁধা ও পায়ের রগ কাটা অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকা আরিচা মহাসড়কের কসমস এলাকায় অবস্থিত এএনসি ঔষধ কারখানার পশ্চিম পাশে নির্জন স্থান থেকে হাত-পা শিকল দিয়ে তালা দেয়া এবং পায়ের রগ কাটা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানা পুলিশ। 

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে শিকলে বাঁধা নারীর লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানার সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×