ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

মা-বাবার সামনে মাইক্রোবাসের ধাক্কায় পিষ্ট হয়ে শিশু নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৭:২৬, ২২ ডিসেম্বর ২০২২

মা-বাবার সামনে মাইক্রোবাসের ধাক্কায় পিষ্ট হয়ে শিশু নিহত

ফাইল ফটো

বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় বাবার ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় সিনহা খাতুন নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর যমজ বোন ও বাবা-মা। 

বুধবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিনহা খাতুন ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকার সেলিম শেখের মেয়ে। আহতরা হলেন- নিহত শিশুর যমজ বোন সাবিয়া খাতুন (৫), তাদের বাবা সেলিম শেখ (৪০) ও মা তাজমিরা খাতুন (৩৩)।

হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান শেখ বলেন, সেলিম শেখ নিজের ভ্যানে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ফকিরহাটের কাটাখালী মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক সেলিম ও ভ্যানে থাকা তার স্ত্রী সন্তানরা ছিটকে রাস্তায় পড়ে যান। 

এ সময় ঢাকার দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু সিনহা খাতুন ঘটনাস্থলে নিহত হয়।
 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×