ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেরপুরে করোনা টিকার চতুর্থ ডোজের কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ১৭:৫৩, ২১ ডিসেম্বর ২০২২

শেরপুরে করোনা টিকার চতুর্থ ডোজের কার্যক্রমের উদ্বোধন

টিকার চতুর্থ ডোজের কার্যক্রমের উদ্বোধন

সারাদেশের মতো শেরপুরেও করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, আরএমও ডা. খাইরুল কবীর সুমন প্রমুখ।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানান, জেলার ৫ উপজেলায় একটি করে কেন্দ্রে করোনাভাইরাসের চতুর্থ ডোজের টিকা প্রদান করা হচ্ছে। করোনাভাইরাসের সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের এ টিকা প্রদান করা হচ্ছে। 
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×