ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সেতু এখন মরণ ফাঁদ, দুর্ভোগ চরমে

সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৬:৪৫, ২১ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৮:০৩, ২১ ডিসেম্বর ২০২২

সেতু এখন মরণ ফাঁদ, দুর্ভোগ চরমে

আয়রন সেতু। ছবি: জনকণ্ঠ

জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী বাজার খালের উপর নির্মিত খাদ্য গুদাম সংলগ্ন আয়রন সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 

প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে পার হচ্ছে কলসকাঠী ডিগ্রী কলেজ, কলসকাঠী বিএম একাডেমি, কলসকাঠী বা‌লিকা মাধ্যমিক বিদ্যালয়, কলসকাঠী সালেহিয়া সি‌নিয়র মাদরাসা, কলসকাঠী সরকারির প্রাথমিক বিদ্যাল‌য়সহ উপজেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার শির্ক্ষাথী। 

জনগুরুত্বপূর্ণ খাদ্য গুদাম সংলগ্ন সেতুটি কলসকাঠী ইউ‌নিয়ের সঙ্গে অন্তত তিনটি ইউ‌নিয়নের ‌যোগাযোগের একমাত্র মাধ্যম। ঝুঁকিপূর্ণ সেতু‌টি‌‌তে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রাণ হাতে নিয়ে পথচারীরা সেতু পারাপার হচ্ছেন।

কলসকাঠীর বাসিন্দা হাবিব আকন জানান, দুধল, কবাই ও নলুয়া ইউনিয়নসহ কলসকাঠী ইউনিয়নের ধাপরকাঠী ও বাগদিয়া গ্রামের হাজারো মানুষ উপজেলা সদরে যাতায়াত করে এই সেতু পার হয়ে। সেতুটি দীর্ঘদিন সংস্কার না করায় কলসকাঠী বন্দরের ব্যবসায়ীরাও দুর্ভোগে পরেছেন। কলসকাঠী সপ্তাহে দুই দিন হাট বসে। 

বিভিন্ন ইউনিয়ন থেকে তখন প্রায় ১৫ হাজার মানুষ সাপ্তাহিক হাটে আসেন। চরম দুর্ভোগে পড়ে এই অঞ্চলের কৃষকেরা। কৃষকদের  উৎপাদিত পণ্য বাজারে নিয়ে আসতে কোনো প্রকার পরিবহন সেতু পার হতে পারে না। মাথায় নিয়ে বহন করতে হয় ধান চালসহ গবাদি পশু ও হাঁস মুরগি। সেতুটি দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি পুনঃনির্মাণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

সরেজমিনে দেখা যায়, নড়বড়ে ও ভেঙে যাওয়া সেতুর সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের বেশির ভাগই ভেঙ্গে পড়েছে। ক্রস এ্যাঙ্গেলগুলো মরিচা ধরে সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের ওপর কাঠের মাচা তৈরি করে বেঁধে দিয়েছে। সেতুর বিভিন্ন অংশের স্লিপার ভেঙ্গে গিয়ে ফাঁকা হয়ে গেছে। সেতুর ক্রস এ্যাঙ্গেল গুলো মরিচা ধরে বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে। মানুষ নিরুপায় হয়ে সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। 

উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, এডিপি থেকে একটি বরাদ্দ রাখা হয়েছে। সেতুটি আপাদত সংস্কার করা হবে। তবে সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রকল্পের আওয়াতায় দেয়া হয়েছে। প্রকল্পটিতে সেতুর নকশার কাজ শেষ হয়েছে। দ্রুত সেতুটি নির্মাণ করার চেষ্টা অব্যাহত রয়েছে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×