ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো স্কাউট সদস্যের

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ১২:৫১, ২১ ডিসেম্বর ২০২২; আপডেট: ১২:৫৩, ২১ ডিসেম্বর ২০২২

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো স্কাউট সদস্যের

দ্বীনি আর্জুম

দিনাজপুরে বিরল উপজেলায় ট্রাকের ধাক্কায় দ্বীনি আর্জুম (২৭) নামে স্কাউটের সাবেক সিনিয়র রোভার নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

দ্বীনি আর্জুম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়নী গ্রামের এলাকার মঞ্জুরুল ইসলামের মেয়ে এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক সিনিয়র রোভার মেট।

বাংলাদেশ স্কাউটের নির্বাহী সদস্য লোকমান হাকিম বলেন, দ্বীনি বিরল উপজেলায় আরডিআরএস-এ চাকরি করতেন। দুপুরে তিনি তার ব্যবহৃত স্কুটি নিয়ে অফিসের কাজে বের হন। পথে শংকরপুর এলাকায় পৌঁছালে তাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। 

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লোকমান হাকিম বলেন, চিকিৎসক দ্বীনির উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। 

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআর

সম্পর্কিত বিষয়:

×