ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

মেহেরপুরে পতাকার আদলে বাংলাদেশ বাড়ি

নিজস্ব সংবাদদাতা, মেহেরপুর

প্রকাশিত: ২০:১৯, ১৫ ডিসেম্বর ২০২২

মেহেরপুরে পতাকার আদলে বাংলাদেশ বাড়ি

বাংলাদেশ বাড়ি। ছবি: জনকণ্ঠ

দীর্ঘ যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ পেয়েছে লাল সবুজের পতাকা। বিজয়ের মাসে এবার লাল সবুজের পতাকার আদলে নিজের বাড়ির রং করে এলাকায় সাড়া ফেলেছেন মেহেরপুরের হাফিজুর রহমান। 

তার বাড়িটি এলাকায় এখন বাংলাদেশ বাড়ি নামে পরিচিতি পেয়েছে। শহর থেকে শুরু করে পাড়া মহল্লায় চলছে এই বাড়ি নিয়ে আলোচনা। অনেকেই সাধুবাদ জানিয়েছেন হাফিজুর রহমানকে। 

লাল সবুজের বাড়ি। বাড়ির ছাদের উপরে উড়ছে বাংলাদেশের পতাকা। এমন বাড়ি দেখতে পাওয়া যায় খুব কম।  বাড়ির নাম দিয়েছেন ‘বাংলাদেশ বাড়ি’। প্রতিদিনই তার বাংলাদেশ বাড়ি দেখতে আশপাশের এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন। 

এর আগে আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ির রং করে আলোচনায় আসেন হাফিজুর রহমান।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল সবুজ পোশাক পরে দল বেধে যাচ্ছে বাংলাদেশ বাড়ি দেখার জন্য। এর আগে এমন বাড়ি দেখেনি তারা। এমন রঙে বাড়িটি দেখতে পাওয়ায় খুশি কামিনি, সামিয়া, আসিফ, মীম, জিহাদসহ আরো অনেক শিক্ষার্থীরা। বাড়িটি ঘুরে ঘুরে দেখে অনেক আনন্দিত তারা। 

পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজবিন আরা বলেন, বাংলাদেশের পতাকার আদলে বাড়ি এর আগে কখনো দেখা যায় নি। তাই বিজয়ের মাসে শিক্ষার্থীদের নিয়ে ঘুরে ঘুরে দেখছি বাড়িটি। অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন বাড়িটি এক পলক দেখার জন্য। নিজের দেশের পতাকার আদলে বাড়িটি দেখে উপভোগ করছেন। দেশের প্রতি গভীর ভালোবাসার বহি:প্রকাশ বলছেন শিক্ষকেরা।

বর্তমানে বাংলাদেশে ফুটবলের উন্মাদনা চলছে। এই সময় অনেকেই বিভিন্ন দেশের পতাকার আদলে বাড়ির রং করছেন আবার অনেকেই রাস্তা ঘাটে র্দীর্ঘ পতাকা টাঙাচ্ছেন। আমার নিজের দেশকে বিশে্বর কাছে তুলে ধরতে আমি নিজের বাড়ি বাংলাদেশের পতাকার আদলে রং করেছি। 

এছাড়া প্রতিটি জেলায় ফুটবলকে ছড়িয়ে দিতে পারলে, ভালো খেলোয়াড় তৈরি করতে পারলে একদিন বাংলাদেশও বিশ্বকাপ খেলবে এমন আশাবাদ জানান তিনি।

এসআর

×