এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।
জুয়া খেলে সর্বস্বান্ত, বউয়ের দ্বারস্ত হয়েও যখন টাকার জোগাড় করতে ব্যর্থ, তখন জুয়ার টাকা জোগান দিতে জন্মদাতা পিতার বিরুদ্ধে দেড় মাস বয়সী ছেলে সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড আলীপুর গ্রামে মদিনা আবাসিকের সামনে পিতা মো. হুমায়ুন তার দেড় মাস বয়সী ছেলে সন্তানকে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটে। তিনি একজন ভাঙারী ব্যবসায়ী ও পেশাদার জুয়ারি।
সন্তানকে ফিরে পেতে বুকফাটা আর্তনাদে মা মর্জিনা বেগম (৩২) বলেন, আমার ছেলে সন্তানকে আমার স্বামী জুয়ার টাকার জন্য এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। এর আগেও তিনি তার আরেক বউয়ের শিশু সন্তানকে এক লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল।
ঘটনার পর এলাকাবাসী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে চাপের মুখে টাকা ফেরৎ দিয়ে ক্রেতার কাছ থেকে ছেলে সন্তানটি আবার ফিরিয়ে আনে হুমায়ুন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, বাচ্চা বিক্রির ঘটনাটি কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
এমএইচ