ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:৫০, ১৩ ডিসেম্বর ২০২২

ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব  

সমতলের ক্ষুদ্র-নৃতাত্তিক জনগোষ্ঠি সাঁওতাল, ওঁড়াও, পাহান, মশহর, ভুনজারসহ ১০টি  সম্প্রদায়ের সমন্বয়ে স্টল প্রদর্শন এবং তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যে মঙ্গলবার ঠাকুরগাওঁয়ে শেষ হলো সমতলের ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠির দুই দিনব্যাপী ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব। 

সদর উপজেলার আকচায় লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর চত্বরে আয়োজিত এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিনার সাবিরুল ইসলাম, গেষ্ট অব অনার ছিলেন, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ সাদে কুরাইশী ও হেক্স/ইপার-এর কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহাম্মদ শহীদ উজ জামান।

এর আগে আদিবাসী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও পার্লামেন্টারী ককাস অন ইনডিজিনিয়াস পিপলস্ অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ফজলে হোসেন বাদশা। এই অনুষ্ঠানের গেষ্ট অব অনার ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস -এর সাধারণ সম্পাদক, গবেষক ও উন্নয়ন কালেক্টিভ ও যুগ্ম সমন্বয়ক জান্নাত-এ-ফেরদৌসী। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হেক্স/ইপার-এর কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী। 

বেসরকারি উন্নয়ন সংস্থা হেকস্ ইপারের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও আয়োজিত উৎসবে উৎসবে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ১০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র-যুব ক্লাব এবং সামাজিক সংগঠন, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিও, গণমাধ্যম প্রতিনিধি, জেলা ও উপজেলা এ্যাডভোকেসি প্রতিনিধিগণ অংশ নেন।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×