ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঢাকা-সিলেট রেলপথে বিরতিহীন ট্রেন চালুর দাবি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৬, ১২ ডিসেম্বর ২০২২

ঢাকা-সিলেট রেলপথে বিরতিহীন ট্রেন চালুর দাবি

মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরের কাছে ডিও লেটার দেন এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। 

ঢাকা-সিলেট রেলপথে বিরতিহীন ট্রেন চালুর দাবি জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এরই মধ্যে দাবি জানিয়ে তিনি (এমপি) একটি চিঠিও (ডিও) দিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরকে।

সোমবার বিকেলে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সোহাইল আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, রোববার গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ চিঠিটি দিয়েছেন।

চিঠিটিতে তিনি উল্লেখ করেন, সিলেটের মানুষ ব্রিটিশ শাসনামল থেকেই রেলভ্রমণে আগ্রহী। এখান থেকে প্রতিদিন হাজারো মানুষ ট্রেনে যাতায়াত করেন। কিন্তু ঢাকা-সিলেট রেলপথে রেলের (ট্রেন) সংখ্যা অনেক কম। যাত্রীরা প্রয়োজন মতো টিকিট পাচ্ছেন না। আন্তঃনগর ট্রেনগুলোর চলাচলে অনেক বিরতি থাকায় যাত্রীদের সময়ক্ষেপণ হয়। চাহিদা অনুযায়ী এ পথে একটি বিরতিহীন ট্রেন চালু হলে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ উপকৃত হবে।

 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×