ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছেলের আকিকায় এসে বাস চাপায় সেনা সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট

প্রকাশিত: ২১:০৩, ১১ ডিসেম্বর ২০২২

ছেলের আকিকায় এসে বাস চাপায় সেনা সদস্য নিহত

বাস চাপায় নিহত

জয়পুরহাটে বাসের চাপায় নাইচ আলী (৩০) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলার আক্কেলপুর  উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত নাইচ আলী জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মহিতুর গ্রামের  আক্কাস আলীর পুত্র।

আক্কেলপুর থানার ওসি  আবু বক্কর সিদ্দীক জানান, সেনা সদস্য নাইচ আলী তার শিশু পুত্রের আকিকা অনুষ্ঠানের জন্য ছুটিতে বাড়িতে আসেন। দুপুরে অনুষ্ঠানের বাজার শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকার লোকজন ঘাতক বাসটিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ চালক ও বাসটিকে থানা হেফাজতে নিয়ে যায়। 

তিনি জানান, নিহত সেনা সদস্যর লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×