ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর 

প্রকাশিত: ১৯:৫৫, ১১ ডিসেম্বর ২০২২

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন

জামালপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সম্পত্তি পুনরুদ্ধার ও পরিবারের সদস্যদের ওপর হামলা এবং মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাড়ানোয় স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। 

রবিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে এ কর্মসূচিত পালিত হয়। মহাদান ইউনিয়নে বনগ্রাম রাজারমোড় এলাকায় বিক্ষোভ মিছিল শেষে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক, বনগ্রাম যুব উন্নয়ন সংগঠনের পরিচালক প্রকৌশলী মামুন খান, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ছেলে মোজাম্মেল হক। 

এ সময় বক্তারা মহাদান ইউনিয়নের শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের যারা নির্যাতন ও পৈত্রিক সম্পত্তি জবরদখলকারী এবং মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাড়ানোর কারণে মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েলের সম্মানহানি করতে এলাকা এবং বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান। 

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের স্বজনসহ হাজারো গ্রামবাসী অংশ নেন।  

 

এমএস

×