ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দেড় কোটি টাকার সোলার প্যানেল দীর্ঘদিন ধরে অকেজো

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ 

প্রকাশিত: ১৯:১৮, ১১ ডিসেম্বর ২০২২

দেড় কোটি টাকার সোলার প্যানেল দীর্ঘদিন ধরে অকেজো

অকেজো সোলার প্যানেল

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে প্রশাসনিক ভবনের উপর স্থাপিত প্রায় দেড় কোটি টাকার সোলার প্যানেল দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। এতে সরকারের বিপুল পরিমাণ অর্থ যেমন অপচয় হচ্ছে তেমনি কোনো কাজেও আসছে না। 

জানা গেছে, বাংলাদেশ সরকারের উদ্যোগে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ২০১৪ সালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের পুরাতন ভবনের ছাদে বসানো হয় এক কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ)। কিছুদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসসহ গুরুত্বপূর্ণ অফিসগুলো এর সুবিধা পেলেও ক’বছর যেতে না যেতেই সোলার প্যানেল নষ্ট হয়ে পড়ে। এতে একদিকে পুরাতন ভবনে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে সোলার প্যানেল, অন্যদিকে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে এর ব্যাটারিসহ মূল্যবান যন্ত্রপাতি। ফলে অপচয় হচ্ছে সরকারের বিপুল পরিমাণ অঙ্কের অর্থ। 

২০১৪ সালে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অর্থায়নে ১০.৫ কিলোওয়াটের প্যানেল বসানোর কাজে শুরুতেই নানা দুর্নীতির অভিযোগ ওঠে। নিম্নমানের যন্ত্রপাতি, ব্যাটারি, কন্ট্রোলার দিয়ে সোলার প্যানেল বসানোর কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন অনেকে। শুধু তাই নয়, সোলার প্যানেল নষ্ট হওয়ার দীর্ঘদিন অতিবাহিত হলেও ঠিক করার কোনো উদ্যোগ নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, এ ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রণালয়ে চিঠি লিখা হয়েছে। সোলার প্যানেল মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এমএইচ

×