ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কৃষকের ৩বিঘা জমির ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া 

প্রকাশিত: ২০:৪৯, ১০ ডিসেম্বর ২০২২

কৃষকের ৩বিঘা জমির ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় কৃষকের ধান পুড়ে ছাই। ছবি: জনকন্ঠ

কুষ্টিয়ার মিরপুরে রেজাউল ইসলাম নামে এক কৃষকের ৩ বিঘা জমির ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাঠের জমিতে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

কৃষক রেজাউল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার জমিতে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

খবর পেয়ে মিরপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলক অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এঘটনায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×