ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

টেক্সটাইল কারখানার গুদামে আগুন 

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ১৫:১৯, ৮ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৯:১৪, ৮ ডিসেম্বর ২০২২

টেক্সটাইল কারখানার গুদামে আগুন 

গাজীপুরে গুদামে অগ্নিকান্ড

গাজীপুরের শ্রীপুরে এক টেক্সটাইল মিলের তুলার গুদামে বৃহষ্পতিবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা সন্ধ্যার পর পর্যন্ত প্রায় ৭ ঘন্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত কাজ করছিল তারা। শ্রীপুর থানার কেওয়া নতুন বাজার (ভাংনাহাটি) এলাকার এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ-আল আরেফিন ও স্থানীয়রা জানান,  বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। 

কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীপুরের মাওনা স্টেশনের তিনটি, জয়দেবপুর স্টেশনের ২টি, কাপাসিয়ার একটি এবং ময়মনসিংহের ভালুকা স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পানির স্বল্পতার কারনে আগুন নেভানোর কার্যক্রম ব্যহত হয়। এতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। ফলে সন্ধ্যার পর পর্যন্ত প্রায় ৭ ঘন্টা চেষ্টা করেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন নি। 

তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত কাজ করছেন তারা। অগ্নিকান্ডের এ ঘটনায় শ্রীপুর-মাওনা-বরমী আঞ্চলিক সড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এঘটনায় হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এমএস

সম্পর্কিত বিষয়:

×