অবৈধভাবে বালু উত্তোলন
শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীর ইজারা বর্হিভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শহীদ মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।
সুত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের ভোগাই নদীর ভোগাইপাড় এলাকায় ইজারা বর্হিভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদে শনিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল। এসময় তিনি শহীদ মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া একই এলাকার উত্তর কোন্নগর নদীরপাড় সংলগ্ন উত্তোলিত বালু জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস