ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হিলিতে ভারতীয় নারীর কাছ থেকে স্বর্ণ জব্দ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর 

প্রকাশিত: ১৮:২০, ৩ ডিসেম্বর ২০২২

হিলিতে ভারতীয় নারীর কাছ থেকে স্বর্ণ জব্দ

এই নারীর কাছ থেকেই এসব জব্দ করা হয়েছে। ছবি: জনকণ্ঠ।

দিনাজপুরের হিলি চেকপোস্টে ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ ও ৬ কেজি পিতলের আংটি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজার মুল্য ৭ লাখ ৬০ হাজার টাকা। 

শনিবার (৩ ডিসেম্বর) হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় ওই নাগরিক দেশে ফিরে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মজিদ জানান, শনিবার সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় নাগরিক কুসুম সরকার দেশে ফিরে যাওয়ার সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে কাস্টমসের ব্যাগেজ শাখায় আসেন। এসময় তার গতিবিধি দেখে সন্দেহ হলে কাস্টমস নারী সদস্যরা তাকে তল্লাশী করেন। পরে তার কাছ থেকে ৯ ভরি স্বর্ণের অলংকার ও ৬ কেজি পিতলের আংটি পাওয়া যায়। যার বাজার মুল্য ৭ লাখ ৬০ হাজার টাকা। 

তিনি জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে স্বর্ণের অলংকার ও পিতলের আংটি জব্দ করে কাস্টমস গুদামে জমা করা হয়েছে। পরে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় নাগরিক কুসুম সরকার ভারতের পশ্চিমবঙ্গের রাঘুনাথবাতি গ্রামের বাসিন্দা। তিনি শুক্রবার এই পথ দিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×