ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৮:০৯, ৩ ডিসেম্বর ২০২২

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

গণপরিবহন 

রাজশাহী বিভাগে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমাদের দাবির বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে মহাসড়কে নছিমন-করিমন-ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। ফলে দুইদিন চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×