ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নওগাঁয় পরিবহন ধর্মঘট শুরু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ

প্রকাশিত: ১৬:২৭, ১ ডিসেম্বর ২০২২

নওগাঁয় পরিবহন ধর্মঘট শুরু

বাস ডিপো

মহাসড়কে নছিমন করিমন ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে নওগাঁয় শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই পরিবহন ধর্মঘট চলবে অনির্দিষ্টকালের জন্য। 

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবু বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্য হ্রাস করাসহ বেশকিছু আমাদের দাবি সরকারের কাছে ছিল। এই দাবির কারণেই রাজশাহী বিভাগের ৮টি জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। 

তিনি আরো বলেন, গেল ২৬ নভেম্বর মটর মালিক শ্রমিক সবাই মিলে নাটোরে একটি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত বা আশ্বাস না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন ধর্মঘট চলবে।
 

এসআর

সম্পর্কিত বিষয়:

×