ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আর্জেন্টিনার খেলা চলাকালে পটকা ফোটাতে গিয়ে যুবক আহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৪:৩৩, ১ ডিসেম্বর ২০২২

আর্জেন্টিনার খেলা চলাকালে পটকা ফোটাতে গিয়ে যুবক আহত

আহত চান্দু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে

আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা চলাকালীন সময়ে আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করার সময় মাসুম হোসেন চান্দু (২০) নামে এক আর্জেন্টিনা সমর্থকের বাম হাতের আঙুল ক্ষতবিক্ষত হয়েছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার রাত ১ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের টাওয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত মাসুম হোসেন চান্দু দর্শনা হল্ট স্টেশনের আমিরুল ইসলামের বড় ছেলে।

চান্দুর ভাই আতিক হাসান জানান, ভাই আর্জেন্টিনার সমর্থক। রাতে আর্জেন্টিনার খেলা চলাকালীন বন্ধুদের সাথে আতশবাজি ফোটাতে থাকে। রকেট পটকা ফোটানোর সময় অসাবধানতাবশত পটকা ফেটে তার বাম হাতের দুই আঙুল ঝলসে ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মারভিন অনিক চৌধুরী বলেন, আহত চান্দুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতের দুটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

টিএস

সম্পর্কিত বিষয়:

×