ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মহেশপুর সীমান্তে সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

প্রকাশিত: ১৩:৪৯, ৩০ নভেম্বর ২০২২; আপডেট: ১৩:৫৩, ৩০ নভেম্বর ২০২২

মহেশপুর সীমান্তে সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার 

সংবাদ সম্মেলন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ৯১টি স্বর্ণের বার উদ্ধার ও আব্দুস শুকুর (৩৫) নামে স্বর্ণচোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আব্দুস শুকুর চুয়াডাঙ্ড়া জীবননগরের নতুনপাড়ার আব্দুর রহমানের ছেলে। 

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১১ কেজি ৭৩৮.৮১ গ্রাম (১০০৬ ভরি, ০৯ আনা ০৩ রতি ০৩ য়েন্ট)। যার আনুমানিক মূল্য আট কোটি পঞ্চান্ন লাখ আটান্ন হাজার পয়ষট্টি টাকা। মঙ্গলাবার রাত সাড়ে ৮ টার দিকে এক প্রেস ব্রিফিংএ ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহীন আজাদ এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংএ বলা হয় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যাদবপুর গ্রামের একটি কলাবাগানে মাটিতে স্বর্ণ পুতে রাখা আছে। খবর পেয় সেখানে অভিযান চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মাটির নিচে পুতে রাখা ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

অপর একটি অভিযানে ৬টি স্বর্ণের বারসহ আব্দুস শুকুর  নামে এক স্বর্ণ চোরাচালানকারীকে আকন্দবাড়িয়া হতে আটক করা হয়। এসব স্বর্ণ অবৈধভাবে ভারতে পাচার করার চেষ্টায় ছিল চোকারবারীরা। সুযোগ বুঝে বিজিবির চোঁখ ফাকি দিয়ে তারা এগুলো ভারতে পাচার করতো। 

এসআর

সম্পর্কিত বিষয়:

×