ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এসএসসি পাস করলেন নাটোরের নারী কাউন্সিলর

প্রকাশিত: ১৩:৩২, ২৯ নভেম্বর ২০২২

এসএসসি পাস করলেন নাটোরের নারী কাউন্সিলর

নারী কাউন্সিলর মোছা. জয়তন বেগম 

বয়সকে হার মানিয়ে এবার এসএসসি পাস করেছেন নাটোরের সিংড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. জয়তন বেগম (৪২)। গতকাল সোমবার প্রকাশ হওয়া ফলাফলে দেখা যায় তিনি কারিগরি বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এক পোস্টে তিনি লেখেন, আমি এসএসসি পরীক্ষায় (জিপিএ-৪.৬১) পেয়েছি। মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে তার এই সফলতায় তাকে জনপ্রতিনিরা, রাজনৈতিক নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি জয়তন বেগম সিংড়া পৌর বাসষ্ট্যান্ড মহল্লার বাসিন্দা। তিনি সিংড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর এবং সিংড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি।

জয়তন বেগম বলেন, জনপ্রতিনিধি হয়ে পড়াশোনা না জানাটাও এ উপলব্ধি থেকে পড়ালেখা করার প্রবল ইচ্ছে জাগে। ৪ দশমিক ৬১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। সমাজের মানুষের সেবা করতে চাই। 

 

এমএইচ

×