ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

প্রকাশিত: ১২:২১, ২৯ নভেম্বর ২০২২

গাজীপুরে টেক্সটাইল মিলের আগুন ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামের আগুন ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

তিনি বলেন, রাত ১২টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট যায়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। খন যে অবস্থায় আছে তাতে আগুন অন্য কোথাও ছড়ানোর আশঙ্কা নেই।

শামীম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক বলেন, আমাদের লোকজন যারা টের পাইছে তখন বাজে রাত ১২টা। টের পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। প্রায় ৪০০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা। 

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×