ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জিপিএ-৫ পেলেন ৪৫ বছরের ইউপি সদস্য

প্রকাশিত: ১৬:০৬, ২৮ নভেম্বর ২০২২

জিপিএ-৫ পেলেন ৪৫ বছরের ইউপি সদস্য

ইউপি সদস্য আব্দুল মমিন

চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন সিরাজগঞ্জের কাজিপুরের আব্দুল মমিন নামে ৪৫ বছর বয়সী এক ইউপি সদস্য (মেম্বার)। তিনি উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত সদস্য।

সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তার পাসের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।  

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বয়স কোন বিষয় না। আমি এই বয়সে নিজেও লেখাপড়া করছি, অন্যদেরকেও উৎসাহিত করছি। আমি পাস করেছি এটাই বড় কথা। আমার ইচ্ছা ছিল লেখাপড়া করব। সেই ইচ্ছা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি।  

জানা যায়, রায়গঞ্জের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন মমিন। এমনকি তিনি এইচএসসিতে ভর্তি হবেন এবং ডিগ্রি পর্যন্ত পড়ার ইচ্ছাও রয়েছে তার।

শুভগাছা ইউনিয়নি পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, ইউপি সদস্য টানা তিনবার বিজয়ী হয়ে এখন পরিষদে দায়িত্ব পালন করছেন। তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন বিষয়টি জানা ছিল না। আমরা পরিষদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×