ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রকাশিত: ১১:০৩, ২৮ নভেম্বর ২০২২; আপডেট: ১১:০৪, ২৮ নভেম্বর ২০২২

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় নিহত ২

দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক

দিনাজপুরের ঘোড়াঘাটে থেমে থাকা ট্রাকে পাথরবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) ভোরে পৌর এলাকার আজাদমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজ শেখের ছেলে ট্রাকচালক শিলন মিয়া (৪০) ও আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে সহকারী সাইফুল ইসলাম (২২)। তারা দুজনে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাঁশয়ারা গ্রামের বাসিন্দা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, বালুবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথরবোঝাই আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

তিনি জানান, পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক এবং তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালকের মরদেহ থানায় ও সহকারীর মরদেহ হাসপাতালে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। 

 

এমএইচ

×