ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে চড়ে প্রিয় শিক্ষকের বিদায়

নিজস্ব সংবাদদাতা, কটিয়াদী, কিশোরগঞ্জ 

প্রকাশিত: ১২:৩৬, ২৭ নভেম্বর ২০২২

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে চড়ে প্রিয় শিক্ষকের বিদায়

ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষক মোঃ হুমায়ুন কবির বাদল-কে বিদায়

ঘোড়ার গাড়ি নিয়ে রয়েছে অনেক ইতিকথা ও গল্প। বিশেষ করে ঘোড়ার গাড়িছিলো রাজকীয় যানবহনের মধ্যে অন্যতম। তেমনি নিজেদের শিক্ষকের বিদায়কে স্মরনীয় করে রাখতে শিক্ষকের অবসর বেলায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় দেওয়া হয় প্রিয় শিক্ষককে। 

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৮৯নং বনগ্রাম পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির বাদল এর অবসর জনতি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। 

২৬ নভেম্বর (শনিবার) সকালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ৮৯নং বনগ্রাম পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী শাখার সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

 

টিএস

×