ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

শিশুকে হত্যায় ২ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট 

প্রকাশিত: ২০:২৮, ২৪ নভেম্বর ২০২২

শিশুকে হত্যায় ২ জনের যাবজ্জীবন

যাবজ্জীবন

বাগেরহাটে শিশু কল্যাণ পাল হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোহা. রবিউল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত দুই আসামি উপস্থিত ছিলেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার দাসপাড়ার আফতাব উদ্দিনের ছেলে কাওসার শেখ (৫৩) এবং একই গ্রামের হারুন শিকদারের ছেলে ইমদাদুল শিকদার (২৩)। এ সময় মামলার অপর অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে বদুকে খালাসের আদেশ দেন আদালত।

নিহত কল্যাণ পাল বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া পালপাড়া গ্রামের নার্সারি ব্যবসায়ী কমল পালের ছেলে। সে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

মামলার অভিযোগ, ২০১৯ সালের ২৩ আগস্ট দুপুরে পালপাড়া গ্রামের নার্সারি ব্যবসায়ী কমল পালের ছেলে কল্যাণ পাল খেলছিল। এ সময় আসামিরা কৌশলে তাকে ডেকে নিয়ে হত্যা করে। 

পরে শিশুটির মৃতদেহ একটি ডোবার মধ্যে লুকিয়ে রাখে। এরপর মোবাইল ফোন করে কল্যাণ পালের সন্ধান দেবে বলে ৩০ হাজার টাকা দাবি করেন তারা। পুলিশ স্থানীয়দের সাথে নিয়ে ওই দিনই পার্শ্ববর্ত্তী ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে। 


 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×