ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত

প্রকাশিত: ১৪:৪৮, ২৩ নভেম্বর ২০২২

গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের ৫ সমর্থক আহত

আশিক জমাদার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি

কাতার বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। গোপালগঞ্জে এ পরাজয়কে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থকদের হামলায় ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে শহরের নবীনবাগ মার্কাস মহল্লা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার ও অরুন জমাদারের ছেলে আশিক জমাদার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

আহত সুব্রত জমাদার জানান, খেলা শেষে নবীনবাগ মার্কাস মহল্লার একটি চায়ের দোকানে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আর্জেন্টিনার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ব্রাজিলের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, রাতে আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন এলাকার পরিস্থিতি শান্ত। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএস

×