ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শ্রীপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ২১:৫০, ২২ নভেম্বর ২০২২

শ্রীপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

শ্রীপুরে ভোক্তা অধিকারের অভিযান। 

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি, অবৈধ মজুদ ও মূল্য তালিকা না থাকায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠাণকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন। 

আব্দুল জব্বার মন্ডল বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও কৃত্তিম সংকটরোধে সারাদেশেই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ওই এলাকার দুটি দোকানকে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায়  ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে অতিরিক্ত দামে চিনি বিক্রি, অবৈধ মজুদ, মূল্য তালিকা না থাকায় মায়ের দোয়া বাণিজ্যালয় নামের একটি খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় রেহান স্টোর নামের অপর একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও স্থানীয় সকল দোকানে মূল্যতালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সচেতনতামূলক প্রচার চালানো হয়। 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×