ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ১৩:৩৬, ২২ নভেম্বর ২০২২

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন

আদালতের রায়

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায়  এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন পাওয়া যুবকের নাম সবুর (২৩)।  একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সবুর শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত ময়মুর রহমানের ছেলে। মামলার আরেক আসামি শিবগঞ্জের কিরণগঞ্জ গ্রামের মোজাফফর আলীর ছেলে মন্টুকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি শিবগঞ্জের কানসাট পখুরিয়া এলাকার একটি আমবাগানে পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ সবুরকে আটক করে। এ ঘটনায় ওইদিনই মামলা করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম ২০১৭ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

এরপর আদালত বিচার শেষে সোমবার সবুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

টিএস

সম্পর্কিত বিষয়:

×