ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ধাওয়া করে করে ছিনতাইকারীকে ধরলেন নারী, নিয়ে গেলেন থানায়

নিজস্ব সংবাদদাতা, সাভার  

প্রকাশিত: ১১:৫৮, ২২ নভেম্বর ২০২২

ধাওয়া করে করে ছিনতাইকারীকে ধরলেন নারী, নিয়ে গেলেন থানায়

ছিনতাইকারীকে ধাওয়া 

আশুলিয়ায় চলন্ত ভ্যান থেকে এক নারী পোশাক শ্রমিকের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। এ সময় ভুক্তভোগী ওই নারী ধাওয়া করে ওই ছিনতাইকারীকে স্থানীয়দের সহায়তায় ধরে থানায় নিয়ে যায়। 

সোমবার (২১ নভেম্বর) রাতে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী ওই নারীর নাম সুমাইয়া। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানাতে কাজ করেন। আটক ছিনতাইকারী সুমন সরকার বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

জানা গেছে, কারখানাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সোমবার রাত সাতটার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়া করণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে ছিনতাইয়ের শিকার হন সে। এ সময় দৌড়ে গিয়ে ছিনতাইকারীকে ধরতে পারলেও মোবাইলটি পাওয়া যায়নি। পরে ছিনতাইকারীকে ধরে থানায় নিয়ে যায় ভুক্তভোগী ওই নারী। ছিনতাইকারী সুমনের দাবি সে দৌঁড়ানোর সময় মোবাইলটি ছুড়ে ফেলেছে।

মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×