ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টাঙ্গাইলে যুবলীগ নেতার নেতৃত্বে ঘরবাড়ি ও মন্দিরে ভাঙচুর 

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল 

প্রকাশিত: ১৯:৫৫, ১৮ নভেম্বর ২০২২

টাঙ্গাইলে যুবলীগ নেতার নেতৃত্বে ঘরবাড়ি ও মন্দিরে ভাঙচুর 

ভাঙচুর করা হয়েছে। ছবি: জনকণ্ঠ। 

টাঙ্গাইলের ভূঞাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবলীগ নেতার হামলায় সংখ্যালঘু পরিবারের ১০ জন আহত হয়েছেন। এসময় তাদের ঘরে থাকা কয়েকটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) উপজেলার কষ্টাপাড়া এলাকায় ঘোষপাড়ার সুভাষ ঘোষ ও প্রদীপ ঘোষের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতা খোরশেদ আলম গোবিন্দাসী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ যুবলীগ নেতা খোরশেদ আলমের সাথে সুভাষ ঘোষের বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে শুক্রবার সকালে খোরশেদ আলম ও তার ভাই আরশেদ আলী সংখ্যালঘু সম্প্রদায়ের সুভাষের ও প্রদীপ ঘোষের ঘর-বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে থাকা প্রতিমা ভাঙচুর করে। এতে বাঁধা দিতে গেলে তারা পাঁচজনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে আহত রতন, নিখিল, আশোক, শান্ত ঘোষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহত অমলেষ ঘোষ বলেন, খোরশেদের ৭-৮ জনের একটি দল আমাদের ওপর তিন দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর করেছে। এসময় নারীসহ আমাদের কমপক্ষে ১০ জনকে পিটিয়ে আহত করেছে। এ অত্যাচারের বিচার চাই। আমরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত খোরশেদ আলম বলেন, বাড়ির সীমানা নিয়ে তাদের সাথে মামলা চলছে। কোন হামলা মারধরের ঘটনা ঘটেনি। আমাদের ওপর ওরাই হামলা ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ওরা মিথ্যা অপপ্রচার করছে। আমি রাজনীতি করি। মানুষের সেবা করি। এ ধরনের কাজ করতে পারি না। 

সুশাসনের জন্য নাগরিক সুজনের ভূঞাপুর উপজেলার সম্পাদক সন্তোষ কুমার দত্ত বলেন, প্রকাশ্য দিবালোকে হিন্দুদের বাড়ি-মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপরাধীদের যথাযথ বিচার হওয়া দরকার।  

এ ব্যাপারে ভূঞাপুর থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×