ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নাটোরে সড়ক দুর্ঘটায় একই পরিবারের তিনজন নিহত

নিজস্ব সংবাদদাতা, লালপুর

প্রকাশিত: ১৮:১৩, ১৮ নভেম্বর ২০২২; আপডেট: ১৮:১৪, ১৮ নভেম্বর ২০২২

নাটোরে সড়ক দুর্ঘটায় একই পরিবারের তিনজন নিহত

লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি: জনকণ্ঠ। 

নাটোরের লালপুরে বাস ও মোটরসাকেলের মুখমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে লালপুর-বনপাড়া সড়কের উপজেলার ডেবরপাড়া নামকস্থানে পল্লী বিদ্যুৎ এর অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বাবা শহিদুল ইসলাম (৫০), ছেলে সোহাগ (২৭) ও নাতী ইভান (৪)। নিহতরা উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার বিরোপাড়া গ্রামের বাসিন্দা। 
  
জানা গেছে, শহিদুল ইসলামকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজন ঘটনাস্থলে মারা যায়।  

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী গভীর শোক প্রকাশ করেছেন। 

এমএইচ

×