ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা, চেয়ারম্যান গ্রেফতার 

প্রকাশিত: ১৭:৫৯, ১৮ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা, চেয়ারম্যান গ্রেফতার 

চেয়ারম্যান বজলুর রহমান

নারায়ণগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর হামলার অভিযোগে চনপাড়া একালার কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ বজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে চনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানান, গত ২৮ সেপ্টেম্বর চনপাড়া একালার কায়েতপাড়ায় অভিযানে গেলে র‌্যাবের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বজলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব।

জানা যায়, গত ১০ নভেম্বর রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সিটি শাহীন নিহত হয়। সিটি শাহীনের সব অপকর্মের সেল্টারদাতা ছিলেন বজলু চেয়ারম্যান। এছাড়া র‍্যাবের ওপর হামলার নেতৃত্ব দেন বজলু।

নিহত সিটি শাহীন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং চনপাড়া মাদক নির্মূল কমিটির সদস্য সচিব ছিলেন। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×