ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দাউদকান্দিতে মার্কেটে আগুন, ক্ষতি অর্ধকোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, দাউদকান্দি

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ নভেম্বর ২০২২; আপডেট: ১৮:১১, ১৮ নভেম্বর ২০২২

দাউদকান্দিতে মার্কেটে আগুন, ক্ষতি অর্ধকোটি টাকা

মার্কেটে অগ্নিকাণ্ড

দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের মতলব সড়কে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৬টি দোকান সম্পর্ন পুড়ে ছাই হয়ে গেছে৷

ব্যবসায়ীরা জানান, একটি হার্ডওয়্যারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা হবে৷

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় নীয় লোকজন, স্বেচ্ছাসেবক ও জনপ্রতিনিতিরাও আগুন নেভাতে কাজ করেন।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মো. রাসেল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে সেটা নিশ্চিত হওয়া যাবে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×