ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দৌলতপুরে অটোরিক্সা উল্টে একই পরিবারের আহত ৮

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ২২:০৪, ১৭ নভেম্বর ২০২২

দৌলতপুরে অটোরিক্সা উল্টে একই পরিবারের আহত ৮

আহত প্রতীকী

কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিক্সা উল্টে একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামে এ দূর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানাগেছে, ভাগজোত গ্রামের আহাদ মোল্লা তার পরিবারের সদস্যদের নিয়ে একই এলাকার নাদিমের অটোরিক্সা করে মৃত্যুর সংবাদ শুনে তারাগুনিয়া এলাকায় নিকট আত্মীয়ের বাড়িতে যান। 

সেখানে মৃতের দাফন কার্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে ভাগজোত এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে যাত্রী বোঝাই অটোরিক্সাটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। 

এতে আহাদ মোল্লা (৫৬), তার পিতা নিজাম মোল্লা (৭৬), মাতা আছিয়া খাতুন (৬৪), মিনারুল (৪৫), রাজিয়া খাতুন (৪০), রিংকি খাতুন (১৯) ও অটো রিক্সার চালক নাদিম (৩৫) আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে অটো চালক নাদিম ও বৃদ্ধ নিজাম মোল্লার অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। 

 

এমএস

×